ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪: ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং সেগমেন্ট ‘আগামী’ ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সহযোগিতায় ‘ইউকে ও আইইএলটিএস শিক্ষা এক্সপো’ আয়োজন করে।
২০ ও ২১ অক্টোবর ২০২৪ ঢাকা ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।
এই এক্সপো’র মূল লক্ষ্য ছিল দেশের বাইরে উচ্চশিক্ষা, বিশেষ করে যুক্তরাজ্যে পড়াশোনা এবং আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতির জন্য আগ্রহী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ও সহায়ক উৎস সরবরাহ করা।
শিক্ষার্থীরা এএইচ অ্যান্ড জেড, ওজিহা কনসালটেন্সি, মেনটরস, আইইসিসি, এবং বাংলায় আইইএলটিএস এর মত পাঁচটি বিশেষ স্টুডেন্ট কনসালটেন্সি এজেন্সির সঙ্গে পরামর্শ করার সুযোগ পান।
তিনটি বিশেষ ইন্টার্যাক্টিভ সেশনে প্রখ্যাত বিশেষজ্ঞরা আইইএলটিএস পরীক্ষার উপর দিকনির্দেশনা প্রদান করেন। সেশনগুলোতে উপস্থিত ছিলেন মেনটরস-এর হেড অফ আইইএলটিএস আসির ইনতিসার সামি, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের একাডেমিক অ্যান্ড কর্পোরেট ইংলিশ সল্যুশন্স লিড সায়েদুল আবরার এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মাস্টার ট্রেইনার সানা শাহিদ।
বিশেষজ্ঞরা আইইএলটিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ, যেমন লিসেনিং, স্পিকিং, রিডিং ও রাইটিং দক্ষতা নিয়ে আলোচনা করেন। প্রায় ২৬০ জন শিক্ষার্থী ও গ্রাহক এই অনুষ্ঠানে অংশ নেন, যা থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অংশগ্রহণকারীদের আরও সহায়তা প্রদানের লক্ষ্যে, ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট ফাইল খোলার ফি-তে আগামী জুন ২০২৫ পর্যন্ত ৫০% ছাড় প্রদান করছে।
ব্র্যাক ব্যাংকের ‘আগামী’ সেবা শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা ও আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করছে। এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি প্রোডাক্ট, যেমন ‘আগামী সেভার্স অ্যাকাউন্ট,’ ‘ফিউচার স্টার স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট,’ ‘আগামী পার্সোনাল লোন,’ স্টুডেন্ট ফাইল সার্ভিসেস এবং ‘স্টাডি অ্যাব্রড ক্রেডিট কার্ড’ প্রদান করছে, যা তাদের আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৫৩টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ১,০৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৩ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।