আর্থিক অন্তর্ভুক্তিতে যৌথভাবে কাজ করবে ব্র্যাক ও ডাচ্ বাংলা ব্যাংক

0

আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে যৌথভাবে কাজ শুরু করেছে ব্র‌্যাক মাইক্রোফাইন্যান্স ও ডাচ্ বাংলা ব্যাংক। বুধবার (৩ মে) ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্যোগের উদ্বোধন করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর এবং ডাচ্ বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবেদুর রহমান শিকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা গ্রাহকদের আর্থিক সেবায় ডিজিটাল অন্তর্ভূক্তির গুরুত্ব তুলে ধরেন। এই যৌথ উদ্যোগের মাধ্যমে মূলত রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের জন্য বিশেষায়িত সেবা কেন্দ্র (ব্র্যাক সিআইপি) থেকে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করা হবে।

কেক ও ফিতা কেটে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে গত ১৫ জানুয়ারি দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। উদ্যোগটি ডিজিটাল ক্যাশ লেনদেনে একটি মাইলফলক হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর বলেন, “ব্র্যাক প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। এই ডিজিটাল সেবার পাশাপাশি আরও বিভিন্ন বিষয়ে ডাচ্‌ বাংলা ব্যাংকের সঙ্গে কাজ করতে আগ্রহী আমরা।”

ডাচ্ বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবেদুর রহমান শিকদার ব্র্যাকের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, “ব্র্যাকের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের জন্য এই ডিজিটাল সেবার মাধ্যমে সুযোগ তৈরি করে দিতে পারলে সেটাই হবে সবচেয়ে আনন্দের বিষয়।”

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here