আরেক ধাপ এগিয়ে গেলেন উদ্যোক্তা মাকসুদা খাতুন

0
উদ্যোক্তা মাকসুদা খাতুন

দেশীয় লেদার ফুটওয়্যার প্রতিষ্ঠান ‘শাবাব লেদার’এর নতুন একটি শো-রুম উদ্বোধন করা হয়েছে রাজধানীর হাজারিবাগের শেরেবংলা রোডে। নিজের সব সঞ্চয় আর অলংকার বিক্রি করে ১৫ লাখ টাকা যোগাড় করে সেই টাকা নিয়ে ২০১৬ সালে মাত্র পাঁচজন কর্মী নিয়ে হাজারীবাগে ‘শাবাব লেদার’শুরু করেছিলেন মাকসুদা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজারীবাগ লেদার সুজ অ্যান্ড গুডস দোকান মালিক সমিতির সহ-সভাপতি রেজা খালিদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো: সারোয়ার হোসাইন ও লেদার ক্রাফট এসোসিয়েশনের সেক্রেটারি মাসুদা ইসলাম উর্মিসহ এসোসিয়েশনের সদস্যরা। ধানমন্ডির স্বনামধন্য লালবাগ বিরিয়ানি ও কাচ্চি ভোজের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহ আলম আকন ছাড়াও এলাকার চামড়াজাত পণের ব্যবসায়ী ও উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শাবাব লেদারের স্বত্ত্বাধিকারী মাকসুদা খাতুন বলেন, প্রতিটি এগিয়ে চলার দিনই সকল মানুষ জন্য আনন্দের হয়। আমার জন্য এই তৃতীয় আউটলেট উদ্বোধনও একই রকম। বলা যায়, তৃতীয় শোরুমের উদ্বোধন আমার জন্য বিশাল একটা ব্যাপার। তৃতীয় আউটলেটের মাধ্যমে শাবাব লেদারের যাবতীয় প্রডাক্টের পাশাপাশি জুতার ব্র্যান্ড সুশানসহ লেদার গহনা পাওয়া যাবে। প্রতিনিয়তই চিন্তা করি নতুন কিছু করার, আর সেই লক্ষ্যেই আমরা ওরিজিন্যাল লেদারের গহনা নিয়ে এসেছি।

মাকসুদা জানান, শাবাবের কারখানায় চামড়ার মানিব্যাগ, বেল্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ, পাসপোর্টের কাভার, জ্যাকেট ও উপহারসামগ্রী উৎপাদন হয়। কর্মীর সংখ্যা ৪৮ জন।

মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here