১৯ অক্টোবর শনিবার এক আনন্দঘন আয়োজনে দেশিয় চামড়াজাত পণ্যের উদ্যোগ ট্যান-এর প্রথম আউটলেট উদ্বোধন হলো।
দীর্ঘ ১৯ বছর ধরে চামড়াজাত পণ্য নিয়ে কাজ করছেন তানিয়া ওয়াহাব। আন্তর্জাতিক মানের চামড়াজাত ব্যাগ ও অন্যান্য ফ্যাশন পণ্য প্রস্তুত করে থাকে তানিয়া’র ট্যান। চামড়ার পাশাপাশি ট্যান কাজ করছে গামছা ও প্রিন্টেড ফেব্রিকসহ বিভিন্ন দেশিয় উপকরণে তৈরি ব্যাগ নিয়ে।
অনলাইনের গণ্ডি ছাড়িয়ে আরও বেশি মানুষের কাছে পরিচিত করতে একটি আউটলেটের স্বপ্ন দেখেন তানিয়া।
১৯ অক্টোবর, শনিবার বিকেল ৪টায় উদ্বোধন করা হয় ট্যানের এই প্রথম আউটলেট। ধানমন্ডির আনাম র্যাংস প্লাজার ৪র্থ তলায় ১৩ নম্বর দোকানটিতে এসে ক্রেতারা এখন দেখেশুনে কিনতে পারবেন ট্যানের সব পণ্য। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। আনন্দঘন পরিবেশে এসময় গল্প, হাসি আড্ডায় পুরো পরিবেশ জমিয়ে রেখেছিলেন ট্যান ও তানিয়ার উদ্যোক্তা বন্ধু, ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা।
বিবি রাসেল বলেন, এমন একটি রাজনৈতিক অবস্থার মধ্য দিয়ে একটি আউটলেট দেয়াটা খুবই সাহসের বিষয়, তানিয়া সেই সাহস দেখাতে পেরেছে। কেউ যখন নিজের মেধা দিয়ে, সৃজনশীলতা দিয়ে কিছু জয় করে নেয়, তার চেয়ে সুন্দর আর কিছুই হয় না। আমি এই উদ্বোধন অনুষ্ঠানে এসে আর তানিয়া ওয়াহাবের এই সাফল্যে সত্যিই খুব খুশি। আমাদের দেশিয় পণ্যগুলো এভাবেই সকলের প্রথম পছন্দ হয়ে উঠুক।
তানিয়া ওয়াহাব বলেন, অনেকদিনের স্বপ্ন ছিল ট্যানের একটা আউটলেট হবে। আমি চাই আমাদের ব্যাগের মান এমন হোক যাতে বিদেশিরা আমাদের দেশ থেকে ব্যাগ নিয়ে যাক। আমরা লেদারের বিভিন্ন ব্র্যান্ডের নাম জানি আমি আমার ট্যান একদিন সেরকম একটি ব্র্যান্ড হয়ে উঠবে – সেই স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছি।
বিভিন্ন ধরনের ব্যাগ আর বেল্টসহ অন্যান্য চামড়াজাত পণ্যের সম্ভারে সাজানো হয়েছে ট্যানের নতুন ঠিকানাটি। এখানে পাওয়া যাবে তাদের কি-পার্স, পার্স ওয়ালেট, মোবাইল ব্যাগ, ক্রস বডি ব্যাগ, হোবো ব্যাগ, ল্যাপটপ ব্যাগ ও ভ্রমণের ব্যাগসহ প্রতিদিনের ব্যবহারের ব্যাগ।
চামড়াজাত পণ্য থেকে ট্যানের পথচলা শুরু হলেও এখন তাদের প্রোডাক্ট লাইনে বিভিন্ন ফেব্রিকের ব্যাগও পাওয়া যায়। গামছা ব্যাগ আর প্রিন্টেড ফেব্রিকের ব্যাগ নজর কাড়ছে নতুন আউটলেটে। এছাড়া ব্র্যান্ডটির সম্প্রতি লঞ্চ করা ব্লাউজ ব্যাগ সেটও আছে এখানে। উদ্বোধনের পরপরই দেখা যায় সবাই ঘুরে দেখে কেনাকাটা শুরু করে দিয়েছেন।
সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা