তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলা দিয়ে আমরা যেন বিশ্বের প্রযুক্তিকে প্রভাবিত করতে পারি সেজন্য ‘প্রযুক্তির উন্নয়ন, বাংলার বিশ্বায়ন’ স্লোগান নিয়ে আইসিটি বিভাগ থেকে ১৬টি সফটওয়্যার বা টুলস তৈরি করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে একুশে বই মেলায় এশরার লতিফ এর ইতিহাস-আশ্রিত ডকুফিকশন ‘নক্ষত্র নুপুর’ বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন।প্রতিমন্ত্রী প্রযুক্তি মাধ্যমে সময় কাটানোর অনেক মাধ্যম বা সুযোগ থাকলেও বই পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
‘বই পড়ার মাধ্যমে মানুষের কল্পনা জগৎ প্রশস্ত হয়,’ বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে অসাম্প্রদায়িক, প্রগতিশীল প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সাহিত্য ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।
বিদেশী ভাষা বা সংস্কৃতির আগ্রাসন থেকে প্রযুক্তি ব্যবহারকারীদের প্রভাবিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাকে যেন প্রযুক্তি সমৃদ্ধ করা যায় এবং আমরা বিদেশি ভাষা ও সংস্কৃতির আগ্রাসনে যেন প্রভাবিত না হই সে বিষয়ে যত্নবান হতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপন্যাসটির লেখক এরশার লতিফ ও প্রকাশক মাজহারুল ইসলাম।
জুনাইদ আহমেদ পলক পরে ‘নক্ষত্র নূপুর’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা









