বাংলাদেশে ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে শুরু হয়েছে ‘অ্যাডা লাভলেস সেলিব্রেশন ২০২২’। কম্পিউটার প্রোগ্রামিং এর প্রবর্তক অ্যাডা লাভলেস এর নামে দু’দিনের এ উৎসব আয়োজন করা হয়েছে রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে।
শনিবার সকালে শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে শুরু হয় উৎসব। উদ্বোধনের পরপরই বিভিন্ন সেশন রুমে একই সাথে চলেছে সেমিনার, পোস্টার প্রতিযোগিতা, প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং ক্যারিয়ার সেশন।
আয়োজক কানিজ ফাতিমা জানান, তথ্যপ্রযুক্তি খাতের সফলদের সঙ্গে নতুনদের নেটওয়ার্ক, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রস্তুতি এবং তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী নারী শিক্ষার্থীদের জন্য মূলত এ আয়োজন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তিনি বলেন: বর্তমানে শত শত নারীকে নিয়ে প্রস্তুতি চলছে। ভবিষ্যতে কোটি কোটি নারীকে নিয়ে কাজ করব। এছাড়া শুধু চাকরিজীবি নয়, উদ্যোক্তাদের ব্যবসা উদ্যোগ নিয়ে তাদের সাথে পরামর্শ করেছি। তাদের জন্য রয়েছে সুন্দর একটি পরিকল্পনা।
তথ্য প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী এমন নারী শিক্ষার্থীদের সংযুক্ত করা হয় এই আয়োজনে, যেখানে তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রিসার্চ একাডেমির পরিচালক ড. শাবানা খান, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. গণেশ ভুটকার, হার্ভার্ড গ্রাজুয়েট স্কুল অব ডিজাইনের ডক্টর অব ডিজাইন ক্যান্ডিডেট নুসরাত জাহান মীম, টরন্টো ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ, গ্রামীণফোন লিমিটেডের ডেপুটি ডিরেক্টর শায়লা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদা নাজনীন, বুয়েটের সিএসই বিভাগের সহকারি অধ্যাপক ড. রেজওয়ানা রিয়াজ, নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী অনুরাতা প্রভা হৃদি, স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক পলিটেকনিক ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক ড. তারান্নুম শায়লা জামান প্রত্যাশা, কান পেতে রই-এর প্রতিষ্ঠাতা ড. ইয়েশিম ইকবাল, কমব্যাট জিমের স্বত্ত্বাধিকারী ও প্রশিক্ষক শামীমা আক্তার তুলি, উইমেন ইন ডিজিটালের ফাউন্ডার আছিয়া নীলা, টেকওয়ার্ল্ড বিডির সম্পাদক ও প্রকাশক নাজনীন নাহার, ডব্লিউ থ্রি ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আয়শা সিদ্দীকা, আস্থা আইটির ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার তাসনুভা আহমেদ, প্রেনার ল্যাবের চেয়ারপারসন রাখসান্দা রুখম, উইমেন অ্যান্ড ইকমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, মোনাস ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব হিউম্যান সেন্টার্ড কম্পিউটিং এর পিএইচডি গ্রাজুয়েট ড. মনীষা বিশ্বাস, ক্রিয়েটিভ সফট টেকনোলজি লিমিটেড-এর নির্বাহী পরিচালক নাহিদা জাহান, ডেনমার্কের হ্যামলোগ ইন্সটিটিউট এট হ্যানকেন স্কুল অব ইকোনমিক্সের প্রজেক্ট রিসার্চার ড. সুদীপ্ত সরকার এবং দোহাটেক নিউমিডিয়ার সিকিউরিটি আর্কিটেক্ট নুজহাত।
উৎসবে আরও যুক্ত ছিল গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান মেঠোপথ, এসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম), ডিজাইন ইনক্লুশন অ্যান্ড অ্যাক্সেস ল্যাব (ডিআইএএল), স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ অন কম্পিউটার হিউম্যান ইন্টারঅ্যাকশন (এসআইজিসিএইচআই), নর্থ সাউথ ইউনিভার্সিটি হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন গ্রুপ (এনএসইউইউচসিআই), ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড- বাংলাদেশ চ্যাপ্টার, টাফ ডট কো, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি), বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরি (ম্যাসল্যাব), বাংলাদেশ ফ্লাইং ল্যাবস, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, বিইউবিটি আইটি ক্লাব এবং চাকরি খুঁজব না দেব গ্রুপ।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেণ্ট গোলস অফ বাংলাদেশ ফর ২০৩০ (ইএসডিজিফরবিডি) প্রকল্প যৌথভাবে এই আয়োজন পরিচালনা করছে। ভেন্যু সহযোগিতায় আছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। পার্টনার হিসেবে আছে ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার। সার্বিক সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন।
মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা