রাজধানীর মিরপুরে দি’ হাব রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তা সংগঠন (Women Entrepreneur Organization) WEO এর তিন বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। অর্ধ শতাধিক উদ্যোক্তা এতে অংশ নেন। বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আনন্দ আয়োজনের পাশাপাশি আলোচনার মাধ্যমে নতুন পরিকল্পনা নেওয়া হয়।
২০২৩ সালকে সামনে রেখে কিছু কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে জানিয়ে নারী উদ্যোক্তা সংগঠনের সভাপতি রোয়েনা আক্তার বলেন: গ্ৰুপটির যাত্রা শুরু হয় ২০১৯ সালের ২০ ডিসেম্বর। একার পক্ষে অনলাইন ব্যবসার প্রসার কখনও সম্ভব নয়। প্রয়োজন হলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এ ধরনের প্রোগ্ৰামগুলোর মধ্য দিয়ে এক ধরনের নেটওয়ার্ক মার্কেটিং বৃদ্ধি পায়। তাই উদ্যোক্তাদের নিয়ে কেক কেটে দিবসটির উদযাপন করা হয়েছে। অনেকেই অংশগ্রহণ করেছেন। ২০২৩ কে ঘিরে আমাদের একটা লক্ষ্য আছে, কিছু পরিকল্পনা আছে যা আমরা ভবিষ্যতে বাস্তবায়ন করার উদ্যোগ এখন থেকেই কার্যকর করার চেষ্টা করবো। সবাইকে নিয়ে এভাবেই আরো অনেক দূর এগিয়ে যাব বলে আশাবাদী।
উদ্যোক্তা তানজি হাসান অনুষ্ঠানে অংশগ্রহণ করে জানান, ‘আমাদের তিন বছর পূর্তি উপলক্ষে আমি খুব আনন্দ বোধ করছি। তিন বছর ধরে এই নারী সংগঠনের সাথে কাজ করছি। সংগঠনটি উদ্যোক্তাদের জন্য অনেক বড় একটি প্লাটফর্ম। এ বছরে যেসব নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে, আশা করছি এভাবেই আমরা বছরের পর বছর এগিয়ে যাব।’
দাওয়াতি খানাপিনার অনলাইন ভিত্তিক পেজের স্বত্ত্বাধিকারী উদ্যোক্তা কানুন নাহার বিনা বলেন, ‘আমার প্রায় এক বছরের উদ্যোগ। আমি বেশ অনেক মেলায় অংশগ্রহণ করেছি। বিগত তিন মাস ধরে আমি নারী উদ্যোক্তা সংগঠনে যোগ দিয়েছি। এ সংগঠনের মেলাগুলোতে আমি অংশগ্রহণ করি। বেশ ভালোই সাড়া পাই। যেহেতু আমার অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান তাই এই সংগঠনের প্লাটফর্মটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ যে সব পরিকল্পনা করা হয়েছে, আশা করছি এ পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য লাভজনক হবে।’
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা তাহরীম নাজরানা বলেন: আমার পেজের নাম হোম অ্যান্ড মোর। আমি মূলত ঘর সাজানোর পণ্য নিয়ে কাজ করছি। আমি আজ এসেছি নারী উদ্যোক্তা গঠনের তিন বছর পূর্তি উপলক্ষে নারী উদ্যোক্তাদের মিলন মেলায় অংশ নিতে। আমরা চেষ্টা করছি সকলে মিলে কিভাবে অনলাইন প্লাটফর্মকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়। আর এই সংগঠনের মাধ্যমে আমাদের অনেকেই সফল উদ্যোক্তা হয়েছেন।
বর্ষপূর্তি উপলক্ষে কেক স্পন্সর করেছে জান্নাত ভূইয়ার হ্যাপি ইটিং, তানিশা আকাশের টেস্টি ইয়ামি ফুড এবং রোকেয়া বেগমের সাদিকা’স কুকিং।
মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা