অধরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট ও বাংলাদেশ স্মার্ট যুব মহিলা ফোরাম এর ২২ বছর পূর্তি উপলক্ষ্যে উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড ১) ড. গাজী মো: সাইফুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক বিরাজ চন্দ্র সরকার।
এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষকসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা এই আয়োজনে উপস্থিত ছিলেন।
২ জুন রবিবার, মোহাম্মদপুরে অধরা ইন্সটিটিউটে দিনব্যাপী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ২২ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয় এবং উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।
অধরা, নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের স্বাবলম্বী করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। আইটি, বিউটিফিকেশন, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ বিভিন্ন ক্যাটাগরি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে অধরাতে।
দিনব্যাপী এক উৎসবমুখর আয়োজনে উদ্যোক্তারা সম্মেলনে অংশ নেন এবং দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা মিলিত হোন এক ছাদের নিচে। এমন আয়োজনে অংশ নিতে পেরেও উদ্যোক্তারাও বেশ আনন্দিত।
নারী উদ্যোগ দেশের অর্থনীতিতে বিশেষভাবে ভূমিকা রাখছে ফলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন বাধা অতিক্রম করেও নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রয়োজন দক্ষতা এবং সঠিক প্রশিক্ষণ – এই নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে অধরা গ্রুপ। ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে – এমনটাই প্রত্যাশা উপস্থিত অতিথিদের।
সেতু ইসরাত
উদ্যোক্তা বার্তা