অটো রিকশা ড্রাইভার থেকে বিশ্বের বেভারেজ ব্যারন – সত্য শংকরের উদ্যোক্তা জীবন

0

এক অটো রিকশা ড্রাইভার এর জীবন বদলে গিয়েছিল বেড়াতে গিয়ে। তিনি গড়ে তুলেছেন ৮০০ কোটি টাকা মূল্যমানের বেভারেজ কোম্পানি যা ভারতের নামকরা বেভারেজ ব্র‍্যান্ডগুলোর মধ্যে অন্যতম একটি ব্র‍্যান্ড।

সত্য শংকর। ভারতের নাম্বার ওয়ান জিরা মসলা সোডা ব্র্যান্ডের স্বত্ত্বাধিকারী। ভারতের কর্ণাটকের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত পুত্তুর এর খুব কাছের একটি গ্রাম বেল্লারে। সে গ্রামে সত্য শংকর এর জন্ম ও বেড়ে ওঠা। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ভাগ্য বা সফলতার চাইতে তার গল্প অনেকটাই আলাদা। ধীরুভাই আম্বানির সফলতার থেকে অনুপ্রাণিত হয়ে শঙ্কর তার নিজের উদ্যোগ শুরু করে অটো রিকশার ড্রাইভার হয়ে যা ছিল একান্তই অপ্রত্যাশিত এক  ইচ্ছা। তার এই উদ্যোগটি ছিল সরকার দ্বারা পরিচালিত একটি আত্ম-কর্মসংস্থানমূলক প্রকল্পের অংশ- যা এক অবিশ্বাস্য ক্যারিয়ারের শুরুর প্রথম ধাপ, প্রথম পদাঙ্ক।

মাত্র এক বছরের মাথায় শংকর তার গাড়ির লোনটি পরিশোধ করে ফেলে তার চমৎকার বিজনেস স্কিল এর পরিচয় দেয়। খুব শীঘ্রই অটো রিকশা থেকে এম্বাসাডর গাড়ি কেনার প্ল্যান করে ফেলেন শংকর। কিন্তু তিনি একজন ট্যাক্সি ড্রাইভার হয়েই সন্তুষ্ট ছিলেন না। ১৯৮৭ সালে একটি অটো মোবাইল গ্যারেজ ইন্ডাস্ট্রি এবং টায়ার ডিলারশিপ এর ব্যবসা দাঁড় করান তরুণ সত্য শংকর। এই দুটি ব্যবসা তার ভবিষ্যত সফলতার ভিত্তি হসেবে পরিগণিত হয়। 
২০০১ সালে মাত্র ৩৫ লক্ষ টাকা নিয়ে শঙ্কর এর কোম্পানি এসজি কর্পোরেটস যাত্রা শুরু করে অচিরেই প্রবৃদ্ধির মুখ দেখে। ২০০৬ সালে টার্নওভার দাঁড়ায় ৬ কোটি টাকা। ২০১০ সালে এসজি কর্পোরেটস ১০০ কোটি টাকা আয় করে উল্লেখযোগ্য মাইলস্টোন অর্জন করে। এই অর্জন স্কেবল শংকর এর নিজস্ব অর্জন ই ছিল না, এই অর্জন ছিল পুরো ভারতীয় বেভারেজ ইন্ডাস্ট্রির ইতিহাসে একটি গুরত্বপূর্ণ ঘটনা।

২০০২ সাল। সত্য শংকর এর জীবনে আসে একটি টার্নিং পয়েন্ট। দক্ষিণ ভারতে বেড়াতে গেলেন। সেখানেই জিরা সোডার কনসেপ্ট আসে সত্য শংকর এর মাথায়। জিরা সোডা এক ধরনের পানীয় যা স্থানীয় একটি স্বাদের পানীয় থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরী করার চিন্তা করে সত্য শংকর।

লঞ্চ হয় বিন্দু ফিজ জিরা মাসালা’র। অন্যান্য বেভারেজ এর সাথে স্থান করে নিতে প্রথমে একটু সময় লাগে বিন্দু জিরা সোডার। কিন্তু অটলভাবে লেগে থাকার জন্য ধীরে ধীরে বিন্দু জিরা মার্কেটে জায়গা দখল করে নিতে সক্ষম হয় এবং আজ অন্য সকল জিরা ফ্লেভারের পানীয়র উপর কর্তৃত্ব করছে বিন্দু ফিজ জিরা মাসালা সফট ড্রিংকস।

নতুন নতুন ফ্লেভারের সাথে এক্সপেরিমেন্ট করতে গিয়ে শংকর শুরু করে ম্যাংগো ফ্রুট জুস ড্রিংক্স এর উৎপাদন। ২০০৩ সালে শংকর প্রতিষ্ঠা করে অর্গানিক ফার্মিং, ফ্রুট প্রসেসিং, এবং প্যাকেজড ফ্রুট ফুড প্রোডাক্টস সব কিছুকে এক ছাদের নিচে নিয়ে “মেঘা ফ্রুট প্রসেসিং”।


২০১৫ সাল। বিন্দু জিরা মাসালা ড্রিংক্স এর জন্য একটি অন্যতম বছর ছিল। সে বছর বিন্দু জিরা ইন্টারন্যাশনাল মার্কেট যেমন সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে প্রবেশ করে। আজ ৮০০ কোটি টাকার বিস্ময়কর ব্যবসায়িক মূল্যমান নিয়ে, বিন্দু জিরা মাসালা সোডা সত্য শংকরের দৃষ্টিভঙ্গি এবং উদ্যোক্তা প্রতিভার প্রমাণ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিন্দু মিনারেল ওয়াটার, বিন্দু জিরা মাসালা, সিপ অন ম্যাংগো ড্রিংক, ফ্রুজন ফ্রিজি এপল ড্রিংক, জিভো সোডা, স্ন্যাক আপ সাওয়ার ক্রিম এন্ড অনিয়ন চিপ্স, বি হট প্রিমিয়াম এনার্জি ড্রিংক- এসজি কর্পোরেটস এর বর্তমান প্রোডাক্টস।

“১৯৮৪ সাল থেকে আমি কাজ করছি। এমন একটি দিন নেই যেদিন আমি কাজ করিনি। দিনের পর দিন। বছরের পর বছর। এবং আমার ব্যবসার প্রবৃদ্ধিই তার প্রমাণ।“-  উদ্যোক্তা সত্য শঙ্কর

ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here