গ্রামবাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম উপকরণ মেলা। মেলা বিনোদনহীন একঘেঁয়ে জীবনে আনন্দ নিয়ে আসে। ব্যস্ত শহরে কিছুটা স্বস্তি নিয়ে আসে মেলাগুলো। মানুষের সঙ্গে মানুষের, শিল্পের সঙ্গে শিল্পের এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়। এ উদ্দেশ্যেই স্যাম’স ইভেন্ট আয়োজন করে থাকে তাদের প্রতিটি মেলা।
রাজধানীর মহাখালী এসকেএস শপিং মলে স্যাম’স ইভেন্টের আয়োজনে ৬০ জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে ৫ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের মেলা। শীতের সিজন উপলক্ষে চারদিনের এই মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজন সম্পর্কে নাজমা রশিদ স্বেতা বলেন: আমরা নারী উদ্যোক্তাদের নিয়েই মূলত কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা নারীর উদ্যোক্তা হবার পেছনে একটা গল্প থাকে, কেউ হয়তো শখের বশে উদ্যোক্তা হচ্ছেন, কেউ বা প্রয়োজনের তাগিদে উদ্যোক্তা হচ্ছেন। বতর্মানে নারীরা অনেক দূর এগিয়ে যাচ্ছেন। নারী-পুরুষ যৌথভাবে দেশের উন্নতিতে ভূমিকা রাখছেন, এতে দেশ ও জাতি উপকৃত হচ্ছে। আমি প্রত্যাশা করছি ভবিষ্যতে স্যামস ইভেন্ট এই রকম আরও মেলার আয়োজন করবে যাতে করে নারী উদ্যোক্তারা সামনে এগিয়ে যেতে পারেন।’
মেলায় যোগদান করা স্বর্ণলতা জামদানির কুটির স্বত্ত্বাধিকারী আবু তাহের বলেন, ‘আমি সোনারগাঁও থেকে এসেছি। আমাদের জামদানি বেশ জনপ্রিয় পণ্য হিসেবে ঢাকায় পরিচিত। প্রচার প্রসারের জন্য আমি সব সময় মেলায় অংশগ্রহণ করি। শুধু সোনারগাঁয়ে নয়, আমি আমার পণ্য ছড়িয়ে দিতে চাই বহুদূর।’
পটচিত্র প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী রতন কুমার পাল বলেন, ‘মেলার প্রথম দিন ব্যাপক সাড়া পেয়েছি। সোনারগাঁও থেকে এ পণ্যগুলো তৈরি করে নিয়ে এসেছি। নিজের পণ্য অনলাইনের বাইরে অফলাইনে বিক্রি করার জন্য এটা একটি বড় প্ল্যাটফর্ম। মেলাগুলো আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার নিজস্ব কোন দোকান নেই, তাই মেলার মাধ্যমে নিজের পণ্যগুলো প্রদর্শন করে প্রচার করতেই এই মেলায় অংশগ্রহণ করেছি। ‘
মেলায় হাতের কাজের পণ্য, নানা ধরণের শাল, ডায়েরি, শীতের পোশাক, বিচিত্র গহনা যেমন কাঠের গহনা, মেটালের গহনা, নকশি পাখা, নকশি কাঁথা ও চাদর, হাতের তৈরি ক্যানভাস, জামদানি শাড়ি ও ব্যাগ, কুশি কাটার পণ্য সহ আরও রুচিসম্পন্ন সব পণ্য দিয়ে পরিপূর্ণ। মেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। মেলা সকলের জন্য উন্মুক্ত।
মেহনাজ খান,
উদ্যোক্তা বার্তা