শেষ হলো তরুণদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী “তরুণ উদ্যোক্তা মেলা”। গত ৬ ডিসেম্বর রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র জিরোপয়েন্ট এ হেলালীকুঠি ভবন এর টেস্টিটাইম রেস্টুরেন্টে সকাল ১০:৩০ টায় উদ্বোধন হয়।
মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় গত ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬:৩০ মিনিটে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ- সভাপতি জনপ্রিয় তরুণ ছাত্র নেতা আনিকা ফারিহা জামান অর্ণা।
মেলাটির আয়োজক ছিলেন রাজশাহী কলেজের ডিগ্রীর তৃতীয় বর্ষের ছাত্রী জান্নাতুন ফেরদৌস জান্নাত। নান্দনিক উপস্থাপনে মেলায় স্টল ছিল ১০টি। মেলায় বিভিন্ন ধরনের হাতের তৈরি গহনা (মালা, দুল, পায়েল আংটি ইত্যাদি), রং তুলিতে আঁকা শাড়ি এবং জামা, হাতের কাজ করা জামাসহ আরও অনেক পণ্য সামগ্রী স্থান পায়।
মেলায় যেকোন কিছু কিনলেই ছিল ফ্রি মেহেদি দেওয়ার সুযোগ। এছাড়াও ছিলো ৫০০ টাকার কেনাকাটার উপর বিভিন্ন ধরনের ডিসকাউন্ট। ছিলো র্যাফেল ড্র এর মাধ্যমে আনন্দময় গিফট। পার্টি মেকআপের ওপরও ছিল বিশেষ ডিসকাউন্ট অফার। সবার জন্য উন্মুক্ত এ মেলা চলেছে সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। মেলায় তরুণ ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি ছিলো চোখে পরার মত।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা