বাংলাদেশের স্বনামধন্য কালিনারী উদ্যোক্তা- রিমা জুলফিকার

উপকরণঃ গরুর কিমা-১ কাপ, রসুন বাটা- আধা চা চামচ, জিরা বাটা- আধা চা চামচ, হলুদ বাটা- আধা চা চামচ, নারিকেলের দুধ- ২ কাপ (১ টি নারিকেল), লবঙ্গএলাচ- ২টা, দারুচিনি-২/৩ টুকরা, গুঁড়া মরিচ-১ চা চামচ, লিকুইড দুধ- ১ কাপ, লবণ- পরিমাণ মত।

শিকামপুরী কাবাব

প্রস্তুত প্রণালীঃ উপরের সব উপকরণ একসাথে সিদ্ধ করে মিহি করে নিন। বাটা কিমার সাথে ২ টেবিল চামচ বেসন, ১ টি ডিম, আধা চা চামচ গোল মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখুন।

এরপর আধা কাপ ঘন টক দই (পানি ঝরানো), পুদিনা পাতা কুচি ৩/৪ টেবিল চা চামচ (লবন দিয়ে চটকানো) একসাথে মিশিয়ে নিন। এবার মাখানো কিমা থেকে গোল বানিয়ে তার মাঝে গর্ত করে দই ও পুদিনা পাতা দিয়ে বন্ধ করে হার্ট শেপ অথবা গোল করে বানিয়ে ফেটানো ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়া মেখে ভেজে নিন। পছন্দমত সালাদ দিয়ে পরিবেশন করুন।

 

রিমা জুলফিকার  
বাংলাদেশের স্বনামধন্য কালিনারী উদ্যোক্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here