মেঘনা ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক করোনা দূর্গত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন।

ইতোমধ্যে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া বেগুনবাড়ি এলাকায় তার মালিকানাধীন বাড়ি ও দোকানের ৩২১ টি ভাড়াটিয়াদের দুই মাসের ভাড়াবাবদ প্রায় ৯ লক্ষ টাকা মওকুফ করে দিয়েছেন। এসব ভাড়াটিয়াদের বেশিরভাগই গার্মেন্টস শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী।

এছাড়া নোয়াখালী সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট বাজারস্থ তার মালিকানাধীন মার্কেটের ২১ ভাড়াটিয়ার এপ্রিল ও মে মাসের ভাড়াবাবদ ১ লক্ষ ৪০ হাজার টাকা মওকুফ করেন।

লায়ন জাহাঙ্গীর আলম মানিক জানান, বাংলাদেশের সহ বহিঃবিশ্ব করোনা কারণে অর্থনীতি সহ ব্যবসা বানিজ্যে স্থবিরতা বিরাজ করেছে। এতে করে ব্যবসায়ীরা ব্যাপক সংকটের মধ্যে রয়েছে। তাই এসব কথা চিন্তা করে মানবিক বিবেচনা করে আমি আমার মালিকানাধীন মার্কেটের এবং ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করেছি।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here