জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যোষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেহনতি মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে।
বুধবার দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অস্থায়ী মঞ্চ বানিয়ে পবিত্র কোরআন শরীফ পাঠ, বিশেষ মোনাজাত এবং মেহনতি মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘দেশ ও বিদেশে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আজ যে সাফল্য তার সূচনা হয়েছিল কামাল ভাইয়ের মাধ্যমে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। ১৫ আগস্ট, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। আজকের এই দিনে তার আত্মার মাগফেরাত কামনা করছি। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন।’
শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ২৬ বছর বয়সে ঘাতকদের বুলেটের আঘাতে শাহাদাতবরণ করেন তিনি।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা