টাংগাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) উদ্যোগে স্থানীয় অসহায়, মেহনতি মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।
সম্প্রতি স্থানীয় কমপক্ষে ২৫০ জন জনগণকে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে মাস্ক, স্বাস্থ্য সামগ্রীসহ প্রায় এক লাখ টাকার ওষুধপত্র বিতরণ করা হয়।
স্বাস্থ্য ক্যাম্পে মহিলা রোগীদের জন্য মহিলা ডাক্তারের মাধ্যমে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয় এবং যথাযথ স্বাস্থ্য বিধি মেনে ক্যাম্পটি পরিচালিত হয়।
বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সেবামূলক ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ ট্রেনিং সেন্টার টাংগাইলের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শামীমা বেগম।
তিনি বলেন, মুজিব বর্ষের দৃঢ় প্রত্যয় কে সামনে রেখে পিটিসি টাংগাইলের স্ব-উদ্যোগে পিটিসি টাংগাইলে কর্মরত কমকর্তা-কর্মচারী, সিভিল স্টাফ, সাপোর্টিং স্টাফ ও পিটিসির পার্শ্ববর্তী প্রায় ২৫০ জন স্থানীয় অসহায়, মেহনতি ও অসুস্থ জনগণকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।
কমান্ড্যান্ট শামীমা বেগম তার বক্তব্যে অতীতের ন্যায় ভবিষ্যতেও সমাজের অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা