বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০২৩ বাংলাদেশ এর উদ্বোধন

0

বাংলাদেশে উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে ১৬তম বার্ষিক গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক বা বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ শুরু হয়েছে।

রাজধানীর ধানমন্ডিতে গ্রিন গার্ডেন রুফটপে জিইএন(GEN) বাংলাদেশ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ১৩ নভেম্বর সপ্তাহব্যাপী উৎসবের সূচনা হয়। স্টার্টআপ, উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তা, ইকোসিস্টেম নির্মাতা, পরামর্শদাতা, বিনিয়োগকারী ও উৎসাহী অংশগ্রহণকারীরা এই সমাবেশে একত্র হয়েছেন।

১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত
বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে ৭৮টির বেশি অংশীদার প্রতিষ্ঠানের অংশগ্রহণে দেশের ৮ বিভাগের ৩০ জেলায় ২০০টির ও বেশি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, চেম্বার অব কমার্স, অ্যাসোসিয়েশন, সরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ও যুব সংগঠনগুলো সপ্তাহব্যাপী এসব অনুষ্ঠানমালায় অংশ নেবে।
এক লাখেরও বেশি মানুষ সরাসরি এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং অনলাইনে আরও ৩০ লাখ মানুষ এর সঙ্গে সংযুক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে।

জিইএন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুর খান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উষ্ণ অভিবাদন বলেন, বাংলাদেশের ভেতরে উদ্যোক্তা সহায়তা ইকোসিস্টেম শক্তিশালী করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষ, জারমার্টজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসমাত জেরিন খান, ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটির ব্যবস্থাপনা পরিচালক রুবিনা হোসাইন, ইন্সপায়ারিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ফাহাদ, টার্টল ভেঞ্চার স্টুডিওর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সারাবান তহুরা তুরিন, হারনেট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আলসা প্রধান, প্যারাগন পাম্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মোস্তফা প্রমুখ।

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০২৩ এর আয়োজন সাফল্যমণ্ডিত করায় আয়োজক কে এম হাসান উদ্বোধনী অনুষ্ঠানে সকল অংশীদার, উদ্যোক্তা, অঙ্গসংগঠন ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here