রাশি সানন নারানগ

সব কিছুতেই খুশি হোন! কখনও ক্ষোভ নিয়ে বসে থাকবেন না। ভালবাসার সাথে সবাইকে স্বাগত জানান, কেননা ভালবাসা একটি মানবিক গুণ। আমাদের পোষা প্রাণী গুলো যে আমাদের কত  শিক্ষা দেয় তার কোনো শেষ নেই! তবে আমাদের মধ্যে কিছু অসুস্থ মানসিকতার মানুষেরা এই আনন্দময় প্রাণী গুলিকে আঘাত করে। এই প্রাণী গুলো কিন্তু কথা বলতে পারে না। তবুও বর্তমানে সংবেদনশীল ও মানবতা বিদ্যমান মানুষদের জন্য আজকের এই  গল্পটি একটি উপযুক্ত উপমাঃ 

রাশি সানন নারানগ হলেন “হেডস আপ ফর টেইল” নামে পরিচিত একটি দুর্দান্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এই সংগঠনের কাজ পোষা প্রাণীদের বিলাসবহুল পোশাক সরবরাহ করা।

লন্ডন থাকাকালীন তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। তারপর তিনি একটি ব্যাংকে কিছু দিন কাজ করেছিলেন। তবে পোষা প্রাণীদের প্রতি তার ভালবাসার জন্য তিনি চাকরি ছেড়ে দেন এবং একজন উদ্যোক্তা হয়ে ওঠেন।

বর্তমানে তিনি কুকুরের জন্য সুন্দর সুন্দর পোশাক তৈরী করে ভারতের একটি বড় পোশাক ব্র্যান্ডের মালিক। একজন উদ্যোক্তা হিসাবে এই বিশাল সফরে তিনি প্রতিটি বিষয় সম্পর্কে ভাল ও খারাপ অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০০৬ সালে তিনি দুই মাস বয়সী একটি ল্যাব্রাডর (পোষা কুকুরের নাম) উপহার পেয়েছিলেন। কিন্তু তিনি ল্যাব্রাডরের প্রথম জন্মদিনের জন্য উন্নতমানের খেলনা, খাবার, পোশাক সমূহের সন্ধান করে ব্যর্থ হন। রাশি এই পণ্যগুলো না পেয়ে এতটাই হতাশ হয়েছিলেন যে তিনি নিজেই পোষা প্রাণীর জন্য আনুষাঙ্গিক পণ্যগুলি তৈরি করা শুরু করেন। সেগুলি আবার তিনি তার বন্ধুদেরকে দেখাতেন যা তারা তাদের কুকুরগুলির জন্য বেশ পছন্দ করতো। ভারতের পোষা প্রাণী সম্পর্কে তিনি প্রচুর গবেষণা করে প্রায় দুই লাখ টাকা বিনিয়োগ করে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৩০ টি পণ্য সহ তিনি “হেডস আপ ফর টেইলস” (এইচইউএফটি) চালু করেন।

এছাড়াও দীর্ঘ সময় ধরে রাশি ব্যবসার প্রতিটি দিক নিজেই পরিচালনা করতেন। রাশি এইচইউএফটি শুরু করার প্রায় এক বছর পরে তার স্বামীকে ভারত থেকে সিঙ্গাপুরে ট্রান্সফার নিতে হয়েছিল পেশাগত কারণে। এই সময়ে রাশি তার ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বছরে কয়েক বার  ভারতে যাতায়াত করেন। ভারতে ফিরে আসার পরে হেডস আপ ফর টেইলস এর ক্রেতা সংখ্যা বছরের পর বছর  বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে তাদের নয়টি স্টোরে মধ্যে তিনটি  দিল্লিতে, চারটি বেঙ্গালুরুতে এবং একটি পুনেতে রয়েছে। এই প্রতিষ্ঠান অনলাইনে ও অফলাইন মিলিয়ে মাসে এক হাজারেরও বেশী গ্রাহক পান। রাশি তার কাজের পাশাপাশি অনেককে অনেকভাবে অনুপ্রাণিত করেন। তিনি বলেন, আপনি যদি বিশ্বাস করেন যে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন তাহলে অবশ্যই সেটা পারবেন। সুতরাং বড় চিন্তা করুন, সুখী থাকুন এবং ইতিবাচক চিন্তা-ভাবনা করুন।

 

মোঃ হৃদয় সম্রাট