ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষামূলকভাবে (ট্রায়াল রান) একটি ট্রেন পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ট্রেনটি ভাঙ্গায় পৌঁছায়। সেখানে অপেক্ষমাণ জনতা হাত নেড়ে, স্লোগান দিয়ে ট্রেনটিকে স্বাগত জানান।
সকাল ১০টা ৭ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ট্রেনটি ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়। দুপুর পৌনে ১২টার দিকে মাওয়া এলাকায় পৌঁছায়। এরপর ট্রেনটি পদ্মা সেতুতে উঠে ধীরগতিতে প্রায় ৭ মিনিটে সেতু অতিক্রম করে।
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এই রেলপথের দৈর্ঘ্য প্রায় ৮২ কিলোমিটার। পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করেছে রেলওয়ে। এর মধ্যে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ চালু হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেলপথের উদ্বোধন করবেন।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা