পড়াশোনা সম্পন্ন করে একটি বহুজাতিক কোম্পানিতে চাকুরীরত থাকাকালীন বিদেশে পাড়ি জমান এটিএম সামসুজ্জামান। তারপর দেশে ফিরে বাবার করা মোটর সাইকেলের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউশনের সেই ব্যবসাটিকেই বেছে নিলেন তিনি।
২০১৩ সালে দিনাজপুরের দশ মাইল এলাকায় নয়নাভিরাম পরিবেশে স্থাপন করলেন বাংলাদেশের একমাত্র ড্রাইভ চেইন ফ্যাক্টরি। ৫০ সিসি থেকে ১৫০ সিসির মোটর সাইকেলের ড্রাইভ চেইন তৈরী করে প্রোডাকশন শুরু করেন ২০১৪ সালে।
যেখানে বিদেশী প্রতিষ্ঠানের তৈরী চেইনের কোনো ওয়ারেন্টি নেই, সেখানে একজন ক্রেতা ৩০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দাবী করতে পারবেন উদ্যোক্তার স্বপ্ন ‘কিউভিসি’র তৈরী চেইনের। উদ্যোক্তা স্বপ্ন দেখেন সহজে ক্রেতাদের হাতে মানসম্মত পণ্য তুলে দিতে।
‘বাংলাদেশ পারে এবং বাংলাদেশ পেরেছে’, এই কথাই যেনো বলছে উদ্যোক্তার স্বপ্ন কিউভিসি।
তবে পুরষ্কারের জন্য নয়, উদ্যোক্তা কাজ করছেন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করার জন্য।
এসএমই করেস্পন্ডেন্ট ,উদ্যোক্তা বার্তা