মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেগেছে যুব, গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে পালিত হলো জাতীয় যুব দিবস ২০১৮। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় যুবদিবস-২০১৮

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসংস্থান সৃজন ও আত্মকর্মসংস্থানে গৌরবজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ জন সফল আত্মকর্মী ও পাঁচজন সংগঠকের হাতে জাতীয় যুব পুরস্কার-২০১৮ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় যুব পুরস্কার-২০১৮ তুলে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এ সময় যুবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরমুখাপেক্ষী হয়ে না দাঁড়িয়ে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কে চাকরি দিলো তা না বরং নিজের উদ্যোগ নিয়ে এমন কিছু করতে হবে যেন একজন উদ্যোক্তা হয়ে আরও অনেক মানুষকে চাকরি দিতে পারে। সেই সুযোগ সৃষ্টি করতে হবে।

জাতীয় যুব পুরস্কার-২০১৮ তুলে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এছাড়াও প্রধানমন্ত্রী যুবসমাজের জন্য তার সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প এবং দেশী বিদেশী বিনিয়োগের কথা তুলে ধরেন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here