ইপি নক্ষত্র অ্যাওয়ার্ড ও উদ্যোক্তা সম্মেলন

0

শুক্রবার (১২ মে) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত হলো ইপি নক্ষত্র অ্যাওয়ার্ড এবং গুণীজন সম্মাননা ২০২২। সেই সাথে উদ্যোক্তা সম্মেলন ২০২৩ এর আয়োজনও করা হয়।

আয়োজনে অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক এর ভূতপূর্ব ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক মোঃ আলতাফ হোসেন, স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল করিমসহ অন্যরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরী মণি, পূজা চেরী রয়, সামিরা খান মাহি, বারিশ হক, শিরিন শিলা, অভিনেতা শরিফুল রাজ, মুশফিক আর ফারহান, সজল নূর, আলভী রায়হান সীমান্ত, আর জে নিরবসহ অনেক মিডিয়া ব্যক্তিত্ব।

Entrepreneur & E – commerce Platform (EP) এর প্রতিষ্ঠাতা রনি রহমানের সভাপতিত্বে ৩০ ক্যাটাগরিতে ৮৫ জন ব্যক্তি, উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে ইপি নক্ষত্র অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়৷ সে সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা উপস্থিত ছিলেন।

সফল নারী উদ্যোক্তা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন ইরিনা কবির। তিনি ২ বছর ধরে কাজ করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক নিয়ে। সম্মাননা পেয়ে তিনি বেশ আনন্দিত।

পর পর ২ বার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও দমে যাননি উদ্যোক্তা তানজিলা সুলতানা। তাঁকে এই আয়োজনে অপরাজিতা ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়। একমাত্র ছেলেকে সাথে নিয়ে তিনি তার উদ্যোক্তা জীবন চালিয়ে যাচ্ছেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা আয়োজনে সম্মিলিত হোন। এই ধরনের সম্মাননা উদ্যোক্তাদের কাজের অনুপ্রেরণা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করেন উপস্থিত উদ্যোক্তারা।

বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন এবং ফ্যাশন শো এর মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

সেতু ইসরাত
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here