োচীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা BYD (বিওয়াইডি) ঘোষণা দিয়েছে, তারা ২০২৫ সালের মধ্যেই জার্মানিতে দুটি নতুন প্লাগ-ইন হাইব্রিড (PHEV) মডেল বাজারে আনবে।
ইউরোপীয় বাজারে তাদের প্রতিযোগিতা আরও বাড়াতে এবং বিকল্প প্রযুক্তির গাড়ি বিক্রয় বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই তথ্য মঙ্গলবার BYD-এর জার্মানি ও মধ্য ইউরোপের দায়িত্বপ্রাপ্ত প্রধান মারিয়া গ্রাজিয়া ডাভিনো নিশ্চিত করেছেন।
তিনি রয়টার্স-কে জানান, ইউরোপীয় বাজারের চাহিদার সাথে খাপ খাইয়ে নিতে ও পণ্যবৈচিত্র্য বাড়াতে BYD এই উদ্যোগ নিচ্ছে।
স্টুটগার্টে রয়টার্স -এর অটোমোটিভ কনফারেন্সে ডাভিনো আরও বলেন, “সবাই এখনো পুরোপুরি বৈদ্যুতিক গাড়ির জন্য প্রস্তুত নয়। গ্রাহককে রাজি করাতে আমাদের অন্য কিছু করে দেখাতে হবে। প্রতি মাসে আমরা দেখি—গ্রাহকের চাহিদা আর বিক্রি বাড়ানোর সেরা উপায় কোনটা, সেই ভারসাম্যটাই আমরা খুঁজে বের করি।”
বর্তমানে BYD ইউরোপে মাত্র একটি প্লাগ-ইন হাইব্রিড মডেল সরবরাহ করে—Seal DM-i, যা একটি ছোট পেট্রোল ইঞ্জিন ব্যবহার করে ব্যাটারি রিচার্জ করে।
ডাভিনো বলেন, “ভবিষ্যতে আমাদের দুটি মূল ভিত্তি থাকবে—একটি পুরোপুরি ইলেকট্রিক, আরেকটি DM-i প্রযুক্তি।
BYD ইউরোপে স্থানীয় উৎপাদন শুরু করার পরিকল্পনা করছে, যা ট্যারিফ সমস্যা মোকাবেলা এবং স্থানীয় বাজারের চাহিদা পূরণে সহায়ক হবে। এছাড়াও রয়টার্স এর তথ্যমতে, বিওয়াইডি এর এন্ট্রি লেভেল মডেল Dolphin Surf এবং প্রিমিয়াম মডেল Denza ইউরোপে চালু করার পরিকল্পনা রয়েছে।
সূত্রঃ রয়টার্স