তৃতীয় বারের মতো পপ অফ কালারের দু’দিনব্যাপী আয়োজন

0

পপ অফ কালার লিমিটেড একটি নারীভিত্তিক সংগঠন যা ২০১৪ সাল থেকে নারীদের আর্থ সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, নারীর জীবনধারা উন্নয়ন, নারী অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই হলো পপ অফ কালারের মূল লক্ষ্য। এই সকল উদ্দেশ্য সফল করার লক্ষ্যে পপ অফ কালার বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। শেফস বিয়ন্ড হোম পপ অফ কালারের এই উদ্যোগগুলোর মধ্যে অন্যতম।

পপ অফ কালার একটি কোম্পানি হিসেবে সামাজিক দায়িত্ববোধ থেকে শেফস বিয়ন্ড হোম নামক উদ্যোগটি ২০১৯ সালে শুরু করেছে। রন্ধনশিল্প নিয়ে কাজ করা নারীদের সফলতার পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পপ অফ কালার এই উদ্যোগ সফল করার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। যেখানে অংশগ্রহণ করবেন ২০ জন রন্ধনশিল্পী: তৃপ্তি ক্যাটারিং, দি কুইজিনিয়ার, গ্লাসে, বেক এন টেক, সুইট স্মেল ফ্রম তানিয়া’স কিচেন, পেয়ারি’স কিচেন, বেক এন্ড টেক, মায়ের হাতের আচার, রসুই ঘরের গল্প, ডাইনারস, নিম্মি’স কেকারি বাইট, বেকস এন্ড ট্রাটস, শী বেকস, মাম্মি’স ম্যাজিক হ্যান্ড, মাম্মা’স কিচেন, ফ্লেভারস বাই ফাবিহা, মৃদুলস কিচেন, ডিলিসিয়াস বাই ইভা, গুরমেট ব্লিস বাই শাহরীন, গল্প বাড়ি।

এই বৃহৎ আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ ও ২৭ মে (শুক্র ও শনিবার) সকাল ১০টা থেকে রাত ৯টা। টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ফ্রেশ গুঁড়া মশলা। বেভারেজ পার্টনার হিসেবে থাকবে সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার, হাইজিন পার্টনার ফ্রেশ টিস্যু। ইনভাইটেশন পার্টনার হিসেবে থাকছে ফ্রেশ কারুজ বাংলাদেশ, তৃপ্তি ক্যাটারিং এবং নিউট্রেশন পার্টনার শক্তি প্লাস।

এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই এবং হাল ফ্যাশন, স্কিল ডেভেলপমেন্ট পার্টনার ঐক্য এসএ-ই ডিজিটাল ইন্সটিটিউট, রেডিও পার্টনার রেডিও টুডে, প্রোগ্রাম পার্টনার হিসেবে থাকছে গতি। আয়োজনটির স্ট্র্যাটেজিক পার্টনারমুনির হাসান (প্রথম আলো), লজিস্টিক পার্টনার ই-কুরিয়ার, ফটোগ্রাফি পার্টনার হিসেবে থাকছে দি ওয়েডিং টেলস, ম্যাগাজিন পার্টনার হিসেবে ক্যানভাস।

উৎসব জুড়ে থাকবে গানের আয়োজন। গান গাইবেন দুরবীন ব্যান্ডের ভোকালিস্ট শহীদ। লাইভ কুকিং, মেহেদী কর্নার, কুইজ প্রতিযোগিতা, র‍্যাফেল ড্রসহ নানা আয়োজন থাকবে দিনব্যাপী।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here