বিশ্ব ভালবাসা দিবস এবং ফাল্গুনকে বরণ করে নিতে মিরপুর ডিওএইচএস এর জলমুকুটে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ফাল্গুনী মেলা।
তাজ ইভেন্টেস এর আয়োজনে এই মেলায় অংশ নিয়েছে ৪০ এর অধিক উদ্যোক্তা। দেশি বিদেশি শাড়ি জুয়েলারি থেকে শুরু করে হোমমেড আচার, বেডশিট, ভেজিটেবল ডাই এর পোশাক কি নেই মেলায়।
একই ছাদের নিচে নিত্য ব্যবহার্য সকল পণ্য পাওয়া যাচ্ছে একদম হাতের নাগালে। প্রথমদিন সন্ধ্যা থেকেই ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় জলমুকুটে।
মেলার আয়োজন প্রসঙ্গে তাজ ইভেন্টস এর প্রতিষ্ঠাতা এবং আয়োজক তাজ তানিয়া বলেন, আমরা সবসময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে, যেনো তাদের পণ্যের মাধ্যমে তাদের পরিচিতি বাড়াতে পারে। এবারের আয়োজনে ফাল্গুন এবং বিশ্ব ভালাবাসা দিবসকে ঘিরে তাই বিভিন্ন কালারফুল সব পণ্যের পসরা সাজিয়েছি।
ফাল্গুন বরনে উদ্যোক্তারাও তাদের পণ্যে ভিন্নতা এনেছেন। ফাল্গুনের থিমে বিভিন্ন পোশাক, শাড়ি সেই সাথে ম্যাচিং অর্নামেন্টস সবই রয়েছে তাজ ইভেন্টের এই আয়োজনে।
মেলায় অংশ নিতে পেরে উদ্যোক্তারাও বেশ আনন্দিত।
সেতু ইসরাত
উদ্যোক্তা বার্তা